চট্টগ্রাম টেস্টে হার এড়ানো বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেছে। তৃতীয় দিন শেষেই ৩৭৪ রানের লিড নিয়ে ফেলেছে আফগানিস্তান। তাদের হাতে এখনো দুই উইকেট। ম্যাচ জিততে হলে বিস্ময়কর কিছু ঘটাতে হবে সাকিব আল হাসানদের। নতুবা আবহাওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। যদি বৃষ্টির হানায় ম্যাচ অমীমাংসিত থেকে যায়!
চতুর্থ দিনে সাকিব আল হাসান-রশিদ খানদের টেস্ট লড়াইটা উপভোগের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
রোববার, ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা সরাসরি টিভিতে দেখার সুযোগ থাকছে। যদিও বৃষ্টি অন্য ইঙ্গিত দিচ্ছে।
ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টের পঞ্চম দিনের লড়াই শুরু বিকেল ৪টা থেকে। ক্রিকেট অনুরাগীদের জন্য থাকছে টি-টুয়েন্টি রোমাঞ্চ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে টিভিতে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের বাছাই পর্বে স্পেন আতিথ্য দিতে যাচ্ছে ফারো আইসল্যান্ডসকে। আর ফিনল্যান্ডে যাচ্ছে ইতালি।
দর্শকদের জন্য থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ইউএস ওপেনের লড়াইও দেখা যাবে টিভিতে। সব মিলিয়ে ব্যস্ত এক দিন কাটবে ক্রীড়াপ্রেমীদের।
চলুন দেখে নেই রোববার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
বাংলাদেশ-আফগানিস্তান
একমাত্র টেস্ট, চতুর্থ দিন
সরাসরি সকাল ১০টা
বিটিভি, জিটিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
অ্যাশেজ সিরিজ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
চতুর্থ টেস্ট, পঞ্চম দিন
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স
সিপিএল
ত্রিনবাগো-সেন্ট লুসিয়া
সরাসরি রাত ১০টা
গায়ানা-বার্বাডোজ
সরাসরি রাত ৩টা
স্টার স্পোর্টস
ফুটবল
ইউরো ২০২০ বাছাই
আর্মেনিয়া-বসনিয়া
সন্ধ্যা ৭টা
সুইজারল্যান্ড-জিব্রাল্টার
রাত ১০টা
স্পেন-ফারো আইসল্যান্ডস
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ, সনি টেন ২
জর্জিয়া-ডেনমার্ক
রাত ১০টা
ফিনল্যান্ড-ইতালি
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি লাইভ
টেনিস
ইউএস ওপেন
সরাসরি রাত ২টা
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান