আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে আছেন যারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-01-24 17:49:51

আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে একাদশে ছিলেন না ভারতের কোন ক্রিকেটার। কিন্তু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরা টেস্ট একাদশে জাসপ্রিত বুমরাহ সহ রয়েছেন আরো দুই ভারতীয় ক্রিকেটার। তবে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি এখানেও।

আজ শুক্রবার এ তালিকায় প্রকাশ করে আইসিসি। ২০২৪ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেনি। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এই দুই ফরম্যাটে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি।

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। উইকেটকিপার নিবাচিত হয়েছেন ইংল্যান্ডের জেমি স্মিথ। ইংল্যান্ডের মোট চারজন ক্রিকেটার রয়েছেন বর্ষসেরা টেস্ট দলে। নিউজিল্যান্ডের ক্রিকেটার রয়েছেন দু'জন। একজন করে ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার। টেস্ট একাদশে ক্যাপ্টেন কামিন্স ছাড়া আর কোনও অজি ক্রিকেটার সেরা একাদশে জায়গা পাননি। আর ভারতের আছেন তিনজন খেলোয়াড়।

ভারতীয় ব্যাটার যশস্বী জসওয়ালের সঙ্গে বর্ষসেরা টেস্ট দলের ওপেনার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ব্যাটিংয়ে তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার নম্বরে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের জো রুট। পাঁচ নম্বরে রয়েছেন ব্রিটিশ তারকা হ্যারি ব্রুক।

শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস রয়েছেন ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। সাতে আছেন উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ। আট নম্বরে রয়েছেন ভারতের স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। নয় নম্বরে অজি তারকা কামিন্স। বাকি দুই বিশেষজ্ঞ পেসার হলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জসপ্রীত বুমরাহ।

সেরা টেস্ট একাদশ
যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেইন উইলিয়ামসন, (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (উইকেটরক্ষক) (ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অধিনায়ক) (অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ও জাসপ্রিত বুমরাহ (ভারত) ।

এ সম্পর্কিত আরও খবর