বাংলাদেশ দলে সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বললেন সুজন

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-24 16:06:19

রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে আসা হয়নি সাকিব আল হাসানের। তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। এর মাঝে আবার বোলিংয়েও হয়েছেন নিষিদ্ধ। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা থাকলেও কেবলমাত্র ব্যাটার সাকিবকে দলে রাখেনি বিসিবি। তাই বাংলাদেশ ক্রিকেটে সাকিব নামটা এখন কেবলই ধোঁয়াশা।

বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএলে সাকিবের অনুপস্থিতি নিয়ে সুজন বলেন, ‘সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। ওর অনুপস্থিতি বিপিএলের আবেদন কিছুটা হলেও কমিয়েছে।বিশেষ করে চিটাগং কিংসের জন্য বেশি ক্ষতি হয়েছে। ওরা সাকিবকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল। ওরা যদি বুঝতো সাকিব খেলতে পারবেনা তাহলে অন্য কাউকে নিতো।’

সাকিবের দেশে ফেরা নিয়ে সুজন বলেন,‘অবশ্যই, দেশের নাগরিক হিসেবে একদিন ও ঠিকই ফিরবে। কারণ সময়ই সবকিছুকে স্বাভাবিক করে দেয়।কিন্তু আমার মনে হয়না যে সাকিব আর দেশের হয়ে খেলতে পারবে কখনও।’

বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০২৩ সালের বিশ্বকাপে।আর টাইগারদের হয়ে সর্বশেষ দেশকে প্রতিনিধিত্ব করেছেন ভারতের সঙ্গে হওয়া ২০২৪ সালের সেপ্টেম্বরের টেস্টে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু দলে নেই সাকিব,তাই লাল সবুজের জার্সিতে সাকিবকে আর কখনও প্রতিনিধিত্ব করতে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এ সম্পর্কিত আরও খবর