৬৪ জেলার ৩৫১ দল নিয়ে শুরু স্কুল ক্রিকেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-20 20:49:04

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির তত্ত্বাবধানে মাঠে গড়াল প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৪-২৫ মৌসুম। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের তারুণ্যের উৎসব-২০২৫ -এর অংশ হিসেবে এবারের আসর বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং দেশের সব প্রান্তের প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ করে দিতে ২০১৫ সাল থেকেই বিসিবির সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক।

এ বছর ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫১ স্কুলের সাত হাজারের বেশি প্রতিযোগী, ম্যাচের সংখ্যা ৫৮৫। ২০ জানুয়ারী শুরু হয়েছে জেলাপর্যায়ের ম্যাচগুলো। এরপর পর্যাক্রমে হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা।

“প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৪-২৫” উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় প্রেস কনফারেন্স। এই অনুষ্ঠানেই উম্মোচন করা হয় জার্সি। প্রেস কনফারেন্সে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র আ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ছিলেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা।

২০১৫ সালে শুরু হওয়া প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্লিকেটে এখনো পর্যন্ত অংশ নিয়েছে ৩.১৫৭ স্কুল। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো ৫,৫৪৪ ম্যাচে অংশ নিয়েছে ৬৭.৫৩৫ স্কুল ক্রিকেটার যা বাংলাদেশের যে কোন পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ।

প্রতি বছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট শেষে বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা ১৫ ক্রিকেটারকে বৃত্তি দিয়ে
আসছে প্রাইম ব্যাংক পিএলসি।

এ সম্পর্কিত আরও খবর