অধিনায়কত্ব পেলেন পান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-20 20:18:52

এ বছর আইপিএল নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস থেকে লখনৌ সুপার জায়ান্ট দলে ভিড়িয়েছে ভারতীয় জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তকে। গুঞ্জন ছিল পান্তই হবেন দলটির অধিনায়ক। এবার সে গুঞ্জনও সত্যি করলো ফ্রাঞ্চাইজিটি। আজ সোমবার ২০২৫ আইপিএলের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ২৭ বছর বয়সী পান্তকে।

১৪ মাস পর দূর্ঘটনা থেকে ফিরে গত আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছিলেন পান্ত। তার দল দিল্লি আসর শেষ করেছিল পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থেকে।

পান্তকে অধিনায়ক করার পর দলটির মালিক সঞ্জীব গোয়েন্‌কা বলেন, ‘আমি পান্তের মাঝে জন্মগতভাবে নেতৃত্বের গুণাবলি দেখতে পাই। আমার বিশ্বাস ও আইপিএল ইতিহাসের সেরা অধিনায়ক হবে। পান্ত অবশ্যই আমাদের জন্য ১৪/১৫ বছর খেলবে এবং তার সেরাটা দিয়ে যাবে।’

দায়িত্ব নিয়ে পান্ত বলেন, ‘আমার উপরে আস্থা রাখার জন্য সঞ্জীব স্যারকে ধন্যবাদ। দলের হয়ে সব সময় ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।’

ভারতের হয়ে পান্ত সব ফরম্যাট মিলিয়ে ১৫০ টি ম্যাচ খেলেছেন,৭ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫০২৮ রান। আইপিএলে এখন পর্যন্ত পান্ত খেলেছেন ১১১ ম্যাচ। ৩৫.৩১ গড়ে ১৪৯ স্ট্রাইক রেটে পান্ত রান করেছেন ৩২৮৪।

আগামী ২১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে পর্দা উঠবে জমকালো ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ১৮তম আসরের।

এ সম্পর্কিত আরও খবর