বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দুর্বার রাজশাহীর। প্রথমে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিড়ম্বনা। সঙ্গে আবার ৮ ম্যাচে মাত্র ৩ জয়ে দল চাপে। গতকালও খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে ৭ রানে। এবার টুর্নামেন্টের মাঝ পথে হঠাৎ অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,গত ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়ের পরিবর্তে তাসকিন আহমেদকে নতুন অধিনায়ক করা হয়েছে। মূলত বিজয়কে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী করতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল হক বিজয়। ৮ ম্যাচে ৫৪ গড়ে করেছেন ৩২৪ রান। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে করেছেন ৫৭ বলে ১০০ রান।
নতুন অধিনায়ক তাসকিন আহমেদও আছেন নিজের সেরা ছন্দে। মাত্র ১১.৫৬ গড়ে ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার ধরা ছোঁয়ার বাইরে তাসকিন।
৮ ম্যাচ খেলে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে রাজশাহী। তাসকিনের হাত ধরে এবার যদি ভাগ্য বদলায় রাজশাহীর!