বার্সার পথ হারানোর রাতে বর্ণবাদ বিতর্ক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-19 12:03:56

হ্যান্সি ফ্লিকের দাপুটে বার্সেলোনা লা লিগায় আসলেই কেমন যেন বিবর্ণ হয়ে যায়! মৌসুমের প্রথমে লিগে একক আধিপত্য দেখালেও এখন নেমে গেছে তিন নম্বরে।

গতকাল রাতে পয়েন্ট টেবিলের ১৬ নাম্বার দলের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে বার্সা। গেতাফের স্তাদিও কলোসিয়ামে ম্যাচটি শেষ হয়েছে ১-১ ড্র তে। বার্সেলোনার হতাশার রাতটিতে যোগ হয়েছে বর্ণবাদ বিতর্কও। গেতাফের দর্শকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে।

ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বালদে বলেন, ‘এখানকার দর্শকের কাছ থেকে আমাকে কয়েকবার বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। এটা খুব দুঃখজনক যে এমন কিছু ঘটেছে। আমি প্রথমার্ধেই রেফারিকে বিষয়টি বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগ প্রটোকল কার্যকর করেছেন। তবে এটা ঠিক কীভাবে কাজ করে আমি জানি না।’

গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের জেরে দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন রেফারি।এসময় স্টেডিয়ামের সাউন্ড বক্সে কারণ জানিয়ে বলা হয়, বর্ণবাদী আচরণ চলতে থাকলে ফুটবলাররা মাঠ ছেড়ে যাবেন।

বালদের ওপর বর্ণবাদী আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘ফুটবলে বা দৈনন্দিন জীবনে বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না। ওই মানুষগুলোর বাড়িতে থাকা উচিত, ফুটবল মাঠে নয়। আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

লা লিগায় গত কয়েক বছরে বর্ণবাদের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। যার মধ্যে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও ক্রমাগতভাবে আক্রমণের শিকার হয়েছেন।

এই ড্রয়ে এক ম্যাচ কম খেলা পয়েন্ট টেবিলের ২ -এ থাকা মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান বেড়ে ৪ হয়েছে। ২০ ম্যাচে বার্সার বর্তমান পয়েন্ট ৩৯। ৪৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও খবর