প্রথমবারের মতো আসছে নারী ‘বিপিএল’

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-17 20:21:25

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নামে বর্তমানে জাতীয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের যে দুটি লিগ খেলা চালু আছে। সেখানে শুধুমাত্র ছেলেদের খেলার সুযোগ থাকে। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ চমক আনবে বিপিএলে। প্রথমবারের মতো মেয়েদের জন্যও বিপিএল ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।

পুরুষদের চলমান বিপিএল শেষেই নারীদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। চট্টগ্রামে আজ প্রথম ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথার বলার একপর্যায়ে নানা বাস্তবতা বিবেচনায় তিনটি দল নিয়ে প্রথম আসর আয়োজন করা হবে বলে জানান তিনি। টুর্নামেন্টের নাম হবে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)।

বিসিবি পরিচালক বলেন, ‘এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। তিন দল দুবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই নারী ক্রিকেটারদের আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করছিলাম। সে বিষয়টাকে মাথায় রেখেই নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। অবশেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হলো।’

জানা গেছে তিন দলের অংশগ্রহণে লিগপর্বে দুটি করে রাউন্ড খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল খেলবে ফাইনালে। প্রতিটি ম্যাচে একজন করে বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে দলগুলো। সবগুলো ম্যাচই মিরপুরে গড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। ৭-৮ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ হবে। এরই মধ্যে মেয়েদের বিপিএলে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে বিসিবি।

এ সম্পর্কিত আরও খবর