করপোরেট ক্রিকেটে জিতল নৌবাহিনী

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-14 21:51:11

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে শুক্রবার একমাত্র ম্যাচে সেনা কল্যাণ সংস্থাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। মারুফ হোসেন সর্বোচ্চ ৬৭ রান করেন। ৫৭ বলে সাজানো ইনিংস সমৃদ্ধ ছিল ৬ চার এবং দুই ছক্কায়। তৌফিক হাসান সওদাগর ৩ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। আবরার বশিরের ব্যাট থেকে আসে ৩২ রান। নৌবাহিনীর সাইমুম ইসলাম ৪০ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে বাশার আলীর দৃঢ়তায় শক্ত সূচনা পায় নৌবাহিনী। আকিফুর রহমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৪ এবং রাফসান বুলবুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন এ ওপেনার। ৬৮ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০ রান করে আউট হন বাশার আলী। মাঝে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল নৌবাহিনী। আরাফাত ইসলামের অপরাজিত ৫৪ বলে ৫০ এবং ইমরান হাসানের ৪১ রানের ইনিংসে ভর করে দারুণভাবে ঘুরেও দাঁড়ায় দলটি। তারপরও ম্যাচ নিয়ে কৌতূহল ছিল-জয়ের সম্ভাবনা ছিল সেনা কল্যাণ সংস্থারও। শেষদিকে মাত্র ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংসে সেনা কল্যাণ সংস্থার সম্ভাবনায় জল ঢালেন শাহরিয়ার বারী চৌধুরী।

২ চার ও এক ছক্কায় দ্রুত ম্যাচ শেষ করে দেন তিনি। ৪ ওভার ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় নৌবাহিনী। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন সেনা কল্যাণ সংস্থার মারুফ হোসেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন মারুফ হোসেন।

এ সম্পর্কিত আরও খবর