চট্টগ্রামকে সহজ জয় এনে দিলেন ফাহাদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-14 14:08:45

কে বলবে এটা স্বীকৃত টি-টোয়েন্টিতে তার মোটে দ্বিতীয় ম্যাচ ছিল? ফাহাদ হোসেন যে পারফর্ম করেছেন অভিজ্ঞদের মতো করেই! বল হাতে তিনি একে একে তুলে নিয়েছেন চার উইকেট, গুঁড়িয়ে দিয়েছেন ঢাকা মেট্রোকে। আর তাতেই মেট্রো অলআউট হয় ৬৪ রানে। যা বিনা উইকেটেই তাড়া করে ফেলে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে আজ টস জেতে চট্টগ্রাম, নেয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এরপরই শুরু হয় ফাহাদের তাণ্ডবের। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১১ রানে ৪টি উইকেট নেন তিনি।

প্রথম ওভারে আশিকুর রহমান শিবলিকে এলবিডব্লিউ করার পর ফাহাদ নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে আউট করেন আরিফুল ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো এই পেসার দলীয় পঞ্চম ওভারে ঢাকার অধিনায়ক সাইফ হাসানকেও ফিরিয়ে দেন। আর তাতেই দিশেহারা হয়ে পড়ে ঢাকা মেট্রো। 

ফাহাদের সঙ্গে ইফরান হোসেন ও আহমেদ শরিফ ২টি করে উইকেট নেন। অফ স্পিনে মাহমুদুল হাসান জয় দখল করেন বাকি ২ উইকেট। ঢাকার ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন তাইবুর রহমান, যিনি ৪৩ বলে ৩০ রান করেন। তার বাইরে কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।  

জবাবে ব্যাটিংয়ে নেমে জয় ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন। তামিম ইকবাল ২৯ বলে ২১ রানে অপরাজিত থেকে সঙ্গ দেন।  

চট্টগ্রাম এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আগের ম্যাচে তারা সিলেট বিভাগকে ১২ রানে হারিয়েছিল।  

এ সম্পর্কিত আরও খবর