টস জিতল উইন্ডিজ, তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-12 19:09:15

৩-০ নাকি ২-১?

এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়তে নামছে বাংলাদেশ। সেই লড়াইয়ে টসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বেছে নিয়েছে বোলিং। দলে চারটি বদল নিয়ে এই ম্যাচে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশও সিরিজের শেষ ম্যাচে তিনটি বদল এনেছে। তাসকিন ফিরেছেন সিরিজের শেষ ম্যাচে। এই সিরিজে প্রথমবারের মতো খেলছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাহিদ রানা, তানজিম সাকিব ও শরিফুল এই ম্যাচে বিশ্রামে থাকছেন।

সিরিজের প্রথম দুই ম্যাচে হারের সঙ্গে দলের ব্যাটিং নিয়েও একটা মিশ্র অর্জনের মধ্যে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৯৪ রান। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং সাফ ২২৭ রানে। এই দুই ম্যাচে একটা বিষয় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ-বোলিং!

দুই ম্যাচেও বাংলাদেশের বোলিং মুলত উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ঝড়ে। প্রথম ম্যাচে রদারফোর্ড সেঞ্চুরি হাঁকিয়েছেন। দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের দুই ওপেনারের ব্যাটেই মুলত ম্যাচ শেষ। ওপেনার ব্রেন্ডন কিং করেন ৭৬ বলে ৮২ রান। আরেক ওপেনার এভিন লুইসের ব্যাট হাসে ৬২ বলে ৪৯ রানে। ২০.১ ওভারের ওপেনিং জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছিল ১০৯ রান।

আজ শেষ ম্যাচে বাংলাদেশ দলের সামনে লক্ষ্য একটাই- ম্যাচটা জিতে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো।

পারবে কি সেই লক্ষ্যে সফল হতে বাংলাদেশ দল?

এ সম্পর্কিত আরও খবর