বাংলাদেশের বিশ্বকাপ না হওয়াটা ‘দুঃখজনক’ 

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-30 17:44:06

‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করলে ভুল হবে।’ দিন দশেক আগে এমন কিছুই বলেছিলেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। পরে অবশ্য দেশের পরিস্থিতি বিবেচনায় আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরটি এখন হবে সংযুক্ত আরব আমিরাতে। সেই একই প্রসঙ্গে এবার কথা বললেন ইংল্যান্ড নারী দলের অধিনায়কও। তবে হিদার নাইট জানালেন, বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ না হওয়াটা দুঃখজনক। 

নাইট এমন মন্তব্য অবশ্য জ্যোতি-নাহিদাদের জন্যই করেছেন। বাংলাদেশে বিশ্বকাপ হলে স্বাভাবিকভাবেই অনেক দর্শক থাকতো। এতে আত্মবিশ্বাসটাও বেশ চাঙ্গা থাকতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এতেই এমন কিছু না হওয়াটা নিগার সুলতানা জ্যোতিদের জন্য দুঃখজনক বলেই মন্তব্য ইংলিশদের নারী দলের এই অধিনায়কের। 

২০১৪ বিশ্বকাপে বাংলাদেশে খেলতে এসেছিলেন নাইট। তার এক দশক পর আরও এক আসরে এখানে আসা নিয়ে বেশ উজ্জীবিতই ছিলেন তিনি। তবে এমনটা না হওয়ায় আসন্ন এই বিশ্বকাপে ভিন্ন কিছু হতে যাচ্ছে বলে দাবী নাইটের। লর্ডসে ইংল্যান্ড পুরুষ দলের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্টের প্রথম দিনের (বৃহস্পতিবার) মধ্যাহ্ন বিরতিতে স্কাই স্পোর্টসে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিন্ন কিছুই হতে যাচ্ছে। বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকত। ২০১৪ সালে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। আমাদের রীতিই হয়ে গিয়েছিল আশপাশে অনেক মানুষ থাকা।’ 

বিষয়টি বাংলাদেশের জন্য কিছুটা হলেও দুঃখজনক। আবার কন্ডিশনটাও হবে আলাদা। তবে নাইটের মতে, সেটি খুব একটা আলাদা হবে না। ‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য এটি (বিশ্বকাপ না হওয়া) দুঃখজনক, নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে আমার মনে হয়, এটিই হয়তো সঠিক সিদ্ধান্ত। কন্ডিশন একটু আলাদা হবে, তবে খুব বেশি হবে না।’ 

এ সম্পর্কিত আরও খবর