তাসকিনের চোটে বাড়ছে দুশ্চিন্তা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-05-12 16:03:53

জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজসেরার পুরস্কার উঠেছে তার হাতে। সিরিজের শেষ ম্যাচে অবশ্য তার খেলা হয়নি। চতুর্থ টি-টোয়েন্টিতে পাওয়া চোটের সঙ্গে লড়ছেন তিনি।

গত শুক্রবার (১০ এপ্রিল) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় পাঁজরে ব্যথা পান তাসকিন। সে কারণেই শেষ ম্যাচে মাঠে নামা হয়নি তার।

গত দুই দিন ধরে সে চোটে ভুগছেন তাসকিন। ব্যথা না কমায় আজ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

চোটের সঙ্গে তাসকিন আহমেদের সখ্যতা পুরোনো। সে কারণেই টেস্ট থেকে আপাতত বিশ্রামে আছেন তিনি। গেল বিশ্বকাপে পাওয়া কাঁধের চোট তাকে ভুগিয়েছে। নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি তিনি। ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে।

আর কুড়ি দিন পরেই বিশ্বকাপ। ঠিক এই সময় তার চোট দুশ্চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের।

এ সম্পর্কিত আরও খবর