টি-টোয়েন্টিতে শাহিন, টেস্টে পাকিস্তানের অধিনায়ক মাসুদ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-15 21:41:50

বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচনার মুখে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। ফলে তিন ফরম্যাটেই বাবরের বিকল্প খুঁজতে হচ্ছে পাকিস্তানকে। অবশ্য এরইমধ্যে দুই জনকে দুই ফরম্যাটের দায়িত্ব দিয়েছে পিসিবি।

শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছে টি-টোয়েন্টির। অন্যদিকে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে পাকিস্তানকে টেস্টে নেতৃত্ব দেবেন শান মাসুদ। সামনে পাকিস্তানের কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় আপাতত সেই জায়গায় কাউকে দায়িত্ব দেয়নি পিসিবি। তবে পরবর্তীতে অবস্থা বুঝে সেই দায়িত্বও বুঝিয়ে দেবে তারা।

এর আগে পাকিস্তানের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবর লেখেন, ‘এক বিবৃতি দিয়ে ওয়ানডেসহ বাকি দুই ফরম্যাটেও নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। বিবৃতিতে বাবর বলেন, ‘সব ধরনের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমার মনে হয়েছে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও পাকিস্তানের হয়ে তিনটি ফরম্যাটেই ক্রিকেট চালিয়ে যাব আমি।’

এ সম্পর্কিত আরও খবর