উইলিয়ামসন-মিচেলের ফিফটিতে পথ খুঁজে পেয়েছে কিউইরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-15 20:53:53

ফাইনালে পা রাখতে ভারতের ৩৯৭ রান তাড়া করতে হবে নিউজিল্যান্ডকে। বড় লক্ষ্যে শুরুতেই হোঁচট খায় কিউইরা। মোহাম্মদ শামির বোলিং তোপের মুখে পড়ে ৩৯ রানেই হারায় দুই ওপেনারকে। তাতেও পথ হারায়নি কিউইরা। ড্যারেল মিচেলের সঙ্গে জুটি গড়ে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন কেন উইলিয়ামসন। দু’জনেই তুলে নিয়েছেন ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেট খরচায় ১৬৬ রান। ফিফটি তুলে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছেন মিচেল-উইলিয়ামসন।

এদিন অবশ্য ভারতের ফাইনালে উঠার রাস্তাটা প্রশস্ত করে গিয়েছে ব্যাটাররা। চার’শ ছুঁইছুঁই টার্গেট ছুড়েছে নিউজিল্যান্ডকে। দায়িত্বটা এখন তাই বোলারদের। সেই কাজটাও বেশ মন দিয়েই করছে ভারতীয় বোলাররা। জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজ উইকেট তুলতে না পারলেও চাপে রেখেছিলেন কিউই ব্যাটারদের।

সেই সাফল্যটায় পরে বল হাতে নিয়েই এনে দিয়েছেন মোহাম্মদ শামি। ইনিংসের প্রথম বলেই ১৩ রানে থাকা ডেভন কনওয়েকে সাজঘরের পথ ধরিয়েছেন। এরপর দ্বিতীয় ওভারে এসে ১৩ রানে থাকা আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকেও ফেরান তিনি।

এর আগে শুরুতে ব্যাট করে রোহিত-গিলের আগ্রাসী শুরুর পর কোহলি ও শ্রেয়াস শতকের দেখা পেয়েছেন। চলতি টুর্নামেন্টে তৃতীয় শতক তুলে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে রেকর্ড ৫০টি সেঞ্চুরির মালিক এখন কোহিল।

এমন দিনে ওয়াংখেড়ে রানের পাহাড় গড়েছে ভারত। নিউজিল্যান্ডকে ফাইনালে যেতে করতে হবে ৩৯৮ রান। যেই রান তাড়া করে বিশ্বকাপে জেতার ইতিহাস নেই কারও।

এ সম্পর্কিত আরও খবর