গিল-কোহলির ব্যাটে মিলছে রান পাহাড়ের আভাস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-15 16:01:02

ওয়াংখেড়ের পিচ পরিবর্তন নিয়ে অভিযোগ ছিল ম্যাচের আগে থেকেই। বলা হচ্ছিল স্লো উইকেট দেখা যাবে প্রথম সেমিফাইনালে। যেখানে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। চালিয়ে খেলতে বেশ ধুঁকতে হবে ব্যাটারদের। তবে এসব গুঞ্জনকে প্রথম ওভারেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। এরপর অবশ্য ২৯ বলে সমান ৪টি করে চার ও ছয় মেরে ৪৭ রানে ফিরতে হয়েছে তাকে। তবে ফেরার আগে ঠিকই পথ দেখিয়ে গিয়েছেন বাকিদের। সে পথেই এখন দলকে টানছেন শুভমান গিল ও বিরাট কোহলি।

কোহলি কিছুটা রয়েসয়ে ব্যাট চালালেও ফিফটি তুলে ক্রমেয় ভয়ঙ্কর হয়ে উঠছেন গিল। পাওয়ার প্লেতে কিউই পেস আক্রমণ সামলে এবার তুলোধুনো করছেন কিউই স্পিনারদের। ওয়ানডের শীর্ষ এই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়েই মিললে বড় সংগ্রহের আভাস। ওভার প্রতি সাড়ে সাত গড়ে রান তোলছেন দুজনে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২০ ওভার শেষে ১ উইকেটে ১৫০ রান। ফাইনালে উঠার লড়াইয়ে এদিন টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এ সম্পর্কিত আরও খবর