ইডেনের উইকেটে একাদশ সাজানো নিয়েই যত ভাবনা কামিন্সের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-15 15:29:23

প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা সাত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আগামীকাল ফাইনালে উঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে। অন্যসব মাঠের চেয়ে ইডেনের উইকেটে কিছুটা বাড়তি স্পিন ধরায় অস্ট্রেলিয়ার ভাবনা একাদশ সাজানো নিয়েই। সেমিফাইনালের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন সেটিই।

আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ২০১ রানের ইনিংস খেলার পর চোটে পড়েছেন তারকা অলরাউন্ডার ম্যাক্সওয়েল। মাঠে নামেননি বাংলাদেশের বিপক্ষে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দেখা যাওয়ার কথা রয়েছে তার। আর সেটি হলে বাদ পড়তে হতে পারে মার্কাস স্টয়নিস কিংবা ব্যাটার মার্নাস লাবুসেনকে। তবে ইডেনে একজন ব্যাটার কম খেলিয়ে অলরাউন্ডারের দিকেই ঝুঁকার কথা অজিদের।

একাদশ নিয়ে সেই ইঙ্গিতই দিয়েছেন কামিন্স, ‘৭ নম্বরে স্টয়নিস মূল্যবান কিছু ওভার দেয়। সঙ্গে সে একজন আক্রমণাত্মক ফিনিশার। তাই এটি নিয়ে আমরা ভাবব। আমার মনে হয় না এখানে কোনো ভুল বা সঠিক কিছু আছে। আমাদের যেই স্কোয়াড রয়েছে তাতে আমরা যেকাউকে মাঠে নামাতে পারি।’

ইডেনের উইকেট নিয়ে কামিন্স বলেন, ‘অন্যসব উইকেটের পরিপ্রেক্ষিতে দেখে মনে হচ্ছে এখানে একটু বেশি স্পিন করতে চলেছে। তবে বিষয়টি উভয় দলের জন্য একই। তবে আমার মনে হয়, এটি একটি সামান্য ভিন্ন গতির খেলা হতে পারে।’

তবে উইকেট যেমনই হোক; প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠা ও ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার ব্যাপারে আশাবাদী কামিন্স, ‘আমরা টুর্নামেন্ট শুরুর পর অনেক দূর এগিয়েছি। প্রথম দুটি ম্যাচের পর বোলিংসহ আমরা সব পর্যায়ে ভাল খেলেছি। তাই আমার মনে হচ্ছে আমরা সত্যিই ভাল অবস্থানে আছি। মনে হচ্ছে সবাই তাদের ভূমিকা জানে এবং এটি ক্লিক করতে শুরু করেছে।’

এ সম্পর্কিত আরও খবর