পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। রোহিত শর্মা আর শুভমান গিল মিলে চড়াও হয়েছিলেন শাহিন আফ্রিদিদের ওপর। রোহিত এগিয়ে যাচ্ছিলেন দারুণ এক মাইলফলকের দিকে। তবে পাকিস্তান তাকে শেষমেশ তা ছুঁতে দেয়নি। রোহিত বিদায় নিয়েছেন ব্যক্তিগত ৫৬ রানে। তাতে ১২১ রানে ভারত খুইয়েছে তাদের প্রথম উইকেট।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ১০০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ১৪ জন ক্রিকেটার। রোহিত যেভাবে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল ১৫ নম্বর ব্যাটার বুঝি বনে যাবেন তিনিই। ব্যাট করতে নামার আগে যে দশ হাজারি ক্লাব থেকে ৭৮ রান দূরে ছিলেন তিনি। তবে তা আজই পূরণ হয়নি। ৫৬ রানে আউট হয়েছেন শাদাব খানের বলে।
এরপর অবশ্য শুভমান গিলের ইনিংসও লম্বা হয়নি। ৫২ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ফিরেছেন শাহিন শাহ্ আফ্রিদির শিকার হয়ে। দারুণ শুরুর পর দ্রুত দুটো উইকেট ভারতকেও ফেলে দিয়েছে খানিকটা বিপাকে।