সাকিব-লিটনকে খুইয়ে চাপে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-09 21:21:23

দুই ওপেনারকে হারিয়ে বেশ বিপদেই পড়েছিল বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা ছিল যথাক্রমে তিন এবং চারে নামা লিটন দাস এবং অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে। তবে সে প্রত্যাশা পূরণ করতে পারলেন না তাদের কেউই।

মাথিশা পাথিরানার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব। আর দুনিথ ওয়েলালাগের বলে একই জায়গায় ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেছেন লিটন দাসও।

পাওয়ারপ্লে শেষ হতেই দুই ওপেনারকে হারানো বাংলাদেশ তাকিয়ে ছিল অধিনায়কের ব্যাটের দিকে। তবে ইনিংসের ১৬তম ওভারে পাথিরানার অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে খোঁচা দেন সাকিব। মাঠের আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় লঙ্কানরা। আলট্রাএজে দেখা যায়, উইকেটকিপারের গ্লাভসে ঠাই পাওয়ার আগে সাকিবের ব্যাট ছুঁয়ে গেছে বল। তাতে ৩ রানেই থামে সাকিবের ইনিংস।

ইনিংসের ১৯তম ওভারে ওয়েলালাগের বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি লিটন। ২৪ বলে ১৫ রান করতেই সাঙ্গ হয়েছে তার ইনিংস।

শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৮৪। জয়ের জন্য টাইগারদের এখনো প্রয়োজন ১৭৪ রান, হাতে আছে ৬ উইকেট।

এ সম্পর্কিত আরও খবর