পাওয়ারপ্লে শেষ হতেই বাংলাদেশের দুই ওপেনারকে সাজঘরের পথ চেনালেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ৫৫ থেকে ৬০ - পাঁচ রানের মধ্যেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ।
প্রথমে আক্রমণাত্মক কায়দায় খেলতে থাকা মেহেদী হাসান মিরাজ ফিরেছেন মিডউইকেটে ক্যাচ দিয়ে। নিজের পরের ওভারে আরেক ওপেনার নাঈম শেখেও উইকেটও শিকার করেছেন শ্রীলঙ্কার দলপতি।
ইনিংসের ১২তম ওভারে শানাকার খাটো লেংথের বলে পুল করতে গিয়ে মিডউইকেটে বদলি ফিল্ডার হেমন্তের তালুবন্দি হয়ে ফিরেছেন মিরাজ। সাজঘরের পথ ধরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ২৮ রান।
নিজের পরের ওভারে বোলিংয়ে এসে অপর ওপেনার নাঈমও অনেকটা একই কায়দায় আউট হয়েছেন। শানাকার খাটো লেংথের বলে হুক নাকি পুল করবেন সে সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতেই ক্যাচ তুলে দেন এই ব্যাটার। সহজ ক্যাচ হাতে জমিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিস নিশ্চিত করেন তার বিদায়। নাঈমের ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ২১ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে ৬৫ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন লিটন দাস (৬*) এবং অধিনায়ক সাকিব আল হাসান (৩*)।