বাংলাদেশকে প্রথম উইকেটটা এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। এবার তিনি আবারও দৃশ্যপটে। ফেরালেন ধনাঞ্জয়া ডি সিলভাকে। পঞ্চম উইকেট খুইয়ে শ্রীলঙ্কা পড়ে গেছে আরও চাপে।
নতুন স্পেলে এসে শরীফুল ফিরিয়েছিলেন পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসকে। তাসকিনও ফিরিয়েছিলেন চারিথ আসালঙ্কাকে। এবার হাসান মাহমুদও সফল হলেন নতুন স্পেল নিয়ে এসে।
৩৮তম ওভারের প্রথম বলে হাসান ডেলিভারিটা করেছিলেন অফ স্টাম্পের বাইরে। সেটায় খোঁচা দিয়ে বসেন ধনাঞ্জয়া। উইকেটের পেছনে সহজ ক্যাচটা নিতে ভুল হয়নি মুশফিকুর রহিমের।
১৬ বলে ৬ রান করে বিদায় নেন ধনাঞ্জয়া। তাতে শ্রীলঙ্কা খুইয়ে বসল তাদের পঞ্চম উইকেট।