আগের দুটো বলে দুটো চার হজম করতে হয়েছিল হাসান মাহমুদকে। তবে প্রত্যাবর্তনটা দারুণভাবেই করলেন তিনি। ফেরালেন দিমুথ করুণারত্নেকে। বাংলাদেশ পেল প্রথম উইকেটের দেখা।
শুরুর পাঁচ ওভারে উইকেট আসেনি। শ্রীলঙ্কার রানও আসছিল দ্রুতই। তবে বাংলাদেশ বোলিংটা খারাপ করেনি। একবার রিভিউর কাটায় উইকেট পাওয়া থেকে বঞ্চিত হয়েছে দল। তাসকিন আহমেদের প্রথম বলটাই তো ব্যাটের ভেতরের কোণায় লেগে চার হয়েছিল।
সময় যত গড়াচ্ছিল, লঙ্কান দুই ওপেনার যেন ক্রমেই চড়াও হচ্ছিলেন বোলারদের ওপর। হাসানের ওভারেও তাই করতে চেয়েছিলেন করুণারত্নে। তারই ফল, দুই বলে দুই চার।
তবে এরপরই হাসানের ফেরার গল্প। তার করা লেন্থ বলটা দারুণভাবে সিমে পড়ে বেরিয়ে যাচ্ছিল, পড়িমরি করে নিজের স্টাম্প বাঁচানোর চেষ্টা করেছিলেন করুণারত্নে। তবে কাজ হয়নি। তার ব্যাটের কোণায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। তা সহজেই তালুবন্দি করেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কানরা খোয়ায় নিজেদের প্রথম উইকেট।