এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ভারত। প্রথম ম্যাচেই মহারণ, প্রতিপক্ষ যে পাকিস্তান। সে ম্যাচে ভারতের পক্ষেই গেল টস ভাগ্যটা। টস জিতে অধিনায়ক রোহিত শর্মা নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
পিচ রিপোর্টে সঞ্জয় মাঞ্জরেকার জানিয়েছিলেন, এই উইকেটটা টস জিতলে ফিল্ডিং নেওয়ার উইকেট, যেখানে স্পিনাররা টার্ন পাবেন, সিমাররা গতি-বাউন্স পাবেন, ভালো ব্যাটাররা পেতে পারেন সেঞ্চুরিও। টসের পর অবশ্য ভারত অধিনায়ক রোহিত সে পথে হাঁটলেন না। তিনি বলেন, ‘এখন আমাদের ওসব নিয়ে বেশি ভাবা উচিত হবে না। এসব থাকবেই। কিন্তু দিনশেষে আপনাকে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। সেটাই আজ আমাদের লক্ষ্য।’ এদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমও জানালেন, টস জিতলে ব্যাটিংই নিতেন তিনি।
ভারত তাদের একাদশে মোহাম্মদ শামিকে রাখেনি। তাকে ছাড়া চার পেসার নিয়ে নেমেছে দলটি। শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ আর হার্দিক পান্ডিয়া আছেন একাদশে।
এদিকে পাকিস্তান একাদশে কোনো পরিবর্তন আসেনি। নেপালের বিপক্ষে জেতা ম্যাচের একাদশ নিয়েই ভারতের মুখোমুখি হচ্ছে দলটি।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।
পাকিস্তান একাদশ-
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।