গত কয়েক বছরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই বেশ জমে উঠেছে। এবারের এশিয়া কাপ আসরে কেমন হবে টক্কর? কীভাবেই বা ম্যাচ সাজাতে হবে? এসব প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বুধবার (৩০ আগস্ট) সাংবাদিক সম্মেলনে সাকিব বলেন, ‘সাজঘরে সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। আমি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচকে লড়াই বলতে চাই না। আমরা শুধু নিজেদের খেলার দিকেই মন দিতে চাই। ভাল ক্রিকেট খেলতে চাই।’
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না বলেই মনে করছেন সাকিব। তার কথায়, ‘গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ টান টান হয়েছে। এবারও সেটাই হবে। তাই শ্রীলঙ্কাকে হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। অন্য কোনও দিকে মন না দিয়ে শুধু কীভাবে ম্যাচ জিতব সেটাই ভাবছি।’
চোটের কারণে এশিয়া কাপের দলে তামিম ইকবাল, লিটন দাসরা নেই। অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব ভোগাতে পারে বলে আশঙ্কা করছেন শাকিব।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘তামিম, লিটনদের অভাব বোধ করবোই। তামিম বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছে। এত বছর ধরে খেলছে। গত চার-পাঁচ বছরে লিটনও দেখিয়েছে ও কী করতে পারে। ওরা থাকলে অনেক চিন্তা কমতো আমার। কিন্তু চোটের বিষয়টি তো কারও হাতে নেই।’
তামিম, লিটনেরা খেলতে না পারায় বাংলাদেশের দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান সাকিবের মতো তরুণ ক্রিকেটারেরা। তাদের কাছে নিজেদের প্রমাণ করার একটা ভাল সুযোগ রয়েছে বলে মনে করেন সাকিব।
তিনি বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটারেরা না থাকায় তরুণদের কাছে ভাল সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার। ওরা সুযোগ পাবে। সেটা কাজে লাগালে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল।’