এশিয়া কাপের আর মাত্র কয়েক দিন বাকি, সামনে বিশ্বকাপ। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আইকন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১১টার পর সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয় ‘আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি...।’ এমন স্ট্যাটাস মুহুর্তেই ভাইরাল।
স্ট্যাটাসের মাত্র এক ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ শেয়ার করেন। এই সময়ে ৭০ হাজারের বেশি মানুষ কমেন্ট করেন। সেখানে বেশিরভাগ মানুষ জানতে চেয়েছেন কী হয়েছে।
সাকিব আল হাসানের এই ঘোষণা ক্রিকেট ছাড়ার বার্তা নয়। তিনি দেশি-বিদেশি অনেক নামিদামি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর। বহু প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন। এবারের ঘটনাও তেমনই।
খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আল হাসানের ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি...’ স্ট্যাটাসটি আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ‘-এর একটি বড়সড় আয়োজনের ক্যাম্পেইন।
নগদের এই ক্যাম্পেইন শুরু হবে ২৫ আগস্ট (শুক্রবার) থেকে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে।