এশিয়া কাপের দল ঘোষণা করার দিন রোহিত শর্মা বলেছিলেন, বিশ্বকাপে বিরাট কোহলি বা তিনি নিজে বল করতে পারেন। এবার ভুবনেশ্বর কুমার জানালেন, বিরাট নিজেকে দলের সেরা বোলার মনে করেন। সব সময় বল করার জন্য মুখিয়ে থাকেন ভারতের সাবেক এই অধিনায়ক। তবে, এটা পুরোটাই মজা করে বলেছেন ভুবনেশ্বর।
দ্য ট্রিবিউন জানিয়েছে, ভুবনেশ্বর এখন আর ভারতীয় দলে জায়গা পান না। তরুণ পেসারেরা এসে গিয়েছেন। ৩৩ বছরের পেসারকে তাই দেখা যায় শুধু আইপিএলেই।
অভিজ্ঞ এই পেসার বলেন, ‘বিরাট মনে করে সে দলের সেরা বোলার। তবে বিরাট বল করলেই আমাদের ভয় লাগে। মনে হয় এই বুঝি চোট পাবে। তার বোলিংয়ের ভঙ্গির জন্যই এমন ভয়টা পাই।’
সোমবার রোহিত বলেছিলেন, বিরাটকে বিশ্বকাপে বল করতে দেখা যেতে পারে। এশিয়া কাপের যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে ডানহাতি স্পিনার নেই। ওই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেছিলেন, ‘আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার করে হাত ঘোরাতে পারবে।’
রোহিত একটা সময় প্রায় নিয়মিত অফ স্পিন করতেন। যদিও এখন তেমন বল করতে দেখা যায় না তাকে। কোহলিকেও বল করতে দেখা যায় মাঝেমধ্যে। ডানহাতি স্পিনারের অভাব ঢাকতে দলের দুই সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপে বাড়তি দায়িত্ব তুলে নিতে পারেন নিজেদের কাঁধে।
বিরাট এই বছর ১৭টি ম্যাচে ৯৮৪ রান করেন। এই আট মাসেই চারটি শতরান করে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬টি শতরান হয়ে গিয়েছে বিরাটের। কিন্তু, ক্রিকেটার না হয়ে যদি অন্য কোনও ক্যারিয়ার বেছে নিতেন, তাহলে সেটা কী হতো? এই প্রশ্নের জবাবে মজা করে ভুবনেশ্বর বলেন, ‘ক্রিকেটার না হলে বিরাট কুস্তিগির হতো।’