এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

ক্রিকেট, খেলা

ziaulziaa | 2023-09-01 18:46:58

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান। একই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে যে তিনটি একদিনের ম্যাচ খেলবে, সেই দলও ঘোষণা করেছে তারা।

ক্রিকেট এ্যাডিকটর জানিয়েছে, এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিরুদ্ধে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। সেই দল থেকে সাউদ শাকিলকে বাদ দিয়ে বাকি ১৭ জনকে নিয়ে এশিয়া কাপ খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বুধবার (৯ আগস্ট) ওই দল ঘোষণা করেন।

বাবর আজ়মের নেতৃত্বে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। ৩০ আগস্ট হবে সেই ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান তিনটি একদিনের ম্যাচ খেলবে। সেগুলো হবে ২২ থেকে ২৬ অগস্টের মধ্যে। তারপরেই এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। পাকিস্তান দলে রয়েছেন তিন ওপেনার আবদুল্লাহ শাফিক, ফখর জমন এবং ইমাম উল হক।

মিডল অর্ডার সামলাবেন বাবর, সালমান আঘা, ইফতিখার আহমেদেরা। উইকেটরক্ষক হিসাবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ হারিস।

পাকিস্তান দলে রাখা হয়েছে চার পেসারকে। শাহিন আফ্রিদি ছাড়াও রয়েছেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং হারিস রউফ। তাদের সঙ্গে পেসার অলরাউন্ডার ফাহিম আশরাফকেও দলে রাখা হয়েছে।

স্পিনারদের মধ্যে রয়েছেন শাদাব খান। তিনি দলের সহ-অধিনায়কও। শাদাব ছাড়াও স্পিনের দায়িত্ব থাকবে মোহাম্মদ নওয়াজ এবং উসামা মিরের কাঁধে।

এ সম্পর্কিত আরও খবর