পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলার পরে দেশের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ফাওয়াদ আলম। তিনি আর পাকিস্তানের হয়ে খেলবেন না বলে জানিয়েছেন।
পাকিস্তান দল বাদ দিয়ে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের লিগে। ১৫ বছর ধরে খেললেও ধারাবাহিকভাবে কোনওদিনই দলে সুযোগ পাননি ফাওয়াদ।
২০২২ সালের জুলাই মাসের পর থেকে আর জাতীয় দলে ডাক পাননি তিনি। স্পোর্টসকিডা জানিয়েছে, নিয়মিত সুযোগ না পাওয়াই তার পাকিস্তান ক্রিকেট ছাড়ার কারণ।
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শিকাগো কিংসমেনের হয়ে খেলবেন ফাওয়াদ। পাকিস্তান থেকে এর আগে সামি আসলাম, হাম্মাদ আজ়ম, সাইফ বদর ও মোহাম্মদ মোহসিনও যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছেন। সেই তালিকায় নাম লেখালেন ফাওয়াদও।
২০০৭ সালে পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক ঘটে আলমের। ২০০৯ সালে টেস্ট অভিষেকেই শতরান করেছিলেন তিনি। কিন্তু তারপরেও ধারাবাহিকভাবে খেলতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার।
পাকিস্তানের ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও ছোট ফরম্যাটেও ধারাবাহিকভাবে খেলতে পারেননি আলম। বার বার দল থেকে বাদ পড়ায় নিজের জাত চেনাতে পারেননি তিনি।
পাকিস্তানের হয়ে তিনি ২০১৫ সালে শেষ একদিনের ও ২০১০ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যর্থ হন ফাওয়াদ। পরে শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান পাননি তিনি। তার পরে আর তাকে পাকিস্তানের টেস্ট দলে দেখা যায়নি।
পাকিস্তানের হয়ে ১৮টি টেস্টে ৯৮৬ ও ৩৮টি একদিনের ম্যাচে ৯৬৬ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। টেস্টে পাঁচটি ও এক দিনের ক্রিকেটে একটি শতরানও করেছেন তিনি।
বল হাতে উইকেটও নিয়েছেন ফাওয়াদ। টেস্টে দুটি ও একদিনের ক্রিকেটে পাঁচ উইকেট শিকারি তিনি।