কে হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক সে বিষয়ে বিসিবি পরিচালনা পর্ষদের মঙ্গলবারের (৮ আগস্ট) জরুরি সভায়ও সিদ্ধান্ত হয়নি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সভা শেষে জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে।
সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বিসিবি সভাপতিই অধিনায়ক ঠিক করবেন।
জালাল ইউনুস বলেন, ‘আজ ইমার্জেন্সি মিটিং ছিল। কারণ ছিল অধিনায়কত্ব। মূলত ওয়ানডে দলের অধিনায়কত্ব নির্বাচন করার কথা ছিল। আমরা সভাপতিকে দায়িত্ব দিয়েছি। যে কয়জন ক্যান্ডিডেট আছে, তাদের সঙ্গে কথা বলে অধিনায়ক ঘোষণা হবে। সেটা ১২ তারিখের মধ্যেই হবে।’
অধিনায়ক হিসেবে বোর্ডের সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় আছেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের সঙ্গে কথা বলবেন বোর্ডপ্রধান।
জালাল ইউনুস আরও জানিয়েছেন, বিসিবি আপাতত শুধু এশিয়া কাপ নিয়েই ভাবছে।
জালাল ইউনুস বলেছেন, ‘কাকে কোন সংস্করণে দেব, যাকে দেওয়া হবে সে রাজি আছে কি না-এসব প্রেসিডেন্টকে জানানো হবে।’