বন্ধুত্ব দিবসে শচীন টেন্ডুলকারের বিশেষ পোস্ট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-01 22:26:27

ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে একজন। তার জীবন সম্পর্কে ভক্তদের আপডেট রাখতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে তার অ্যাকাউন্ট।

টেন্ডুলকার ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন। তিনি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি নেটিজেনদের অনুসরণ করা ক্রীড়াবিদদের একজন।

তিনিও তার দায়িত্বগুলো ভালভাবে বোঝেন। তিনি বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করতে চেষ্টা করেন। তিনি কখনও কখনও তার রান্না বা অন্যান্য ক্রিয়াকলাপের ভিডিও ক্লিপ এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

আজ রবিবার বন্ধুত্ব দিবস উপলক্ষে টেন্ডুলকার বন্ধুদের সঙ্গে তার একটি পুরানো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

এনডিটিভি জানিয়েছে, ছবিটিতে একজন তরুণ টেন্ডুলকারকে তার বন্ধুদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে।

ওই ইন্সটাগ্রাম পোস্টের সঙ্গে টেন্ডুলকার লিখেছেন, ‘তাড়াহুড়ো থেকে বিরতি নিয়ে আসুন বন্ধুত্ব উদযাপন করি! আজ বন্ধুত্ব দিবসে আমি আমার বন্ধুদের সেই অমূল্য স্মৃতিগুলোকে মনে করি, যা আমার মুখে হাসি নিয়ে আসে। তাদের সঙ্গে যোগাযোগ হলে আমি ভাগ্যবান বোধ করি।’

তিনি শেষাংশে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনার এই ধরনের বন্ধুদের ট্যাগ করুন এবং তাদের জানান যে, তারা বিশেষ কিছু!’

টেন্ডুলকার বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসাবে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখনও তারই দখলে।

টেন্ডুলকার ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। এই ক্রিকেট কিংবদন্তি তার টেস্ট ক্যারিয়ারে ১৫,৯২১ রান করেছেন। ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে তিনি ৫১টি সেঞ্চুরি করেছেন।

টেন্ডুলকার তার প্রায় ২৪ বছরের ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলেরও একজন ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর