সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এ বৈশ্বিক আসরের প্রস্তুতিমূলক সিরিজের শুরুতেই টসে হেরে গেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেই টাইগার শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
মেহেদী হাসান মিরাজের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমেছেন সাব্বির রহমান। টাইদের নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, বৃত্তি অরবিন্দ, আরিয়ান লাকরা, চুন্দঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, অয়ন আফজাল খান, কার্তিক মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক ও সাব্বির আলী।