এ বছর শেষে সানিয়া মির্জা না বলে দিবেন নিজের বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারকে। ভারতীয় টেনিসের এ গ্ল্যামার গার্লের অবসর নিয়ে এমন খবরই ছড়িয়ে পড়েছিল।
অস্ট্রেলিয়ান ওপেনে নারী দ্বৈতে ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গে নিয়ে লড়াই করেছেন। তবে জয়ের দেখা পাননি। স্লোভেনিয়ান তামারা জিদানেস্ক ও কাইয়া ইয়ুভানেস্কের কাছে সরাসরি সেটে ৪-৬ ও ৬-৭ গেমে হার মেনেই অবসরের পরিকল্পনাটা জানিয়েছিলেন সানিয়া।
কিন্তু মিশ্র দ্বৈতের শেষ আটে সানিয়া ও যুক্তরাষ্ট্রের রাজীব রাম জুটি ৪-৬, ৬-৭ (৫-৭) গেমে ধরাশায়ী হন অস্ট্রেলিয়ার জেসন কুবলার-জেমি ফার্লিসের জুটির কাছে। এই হারের পর সানিয়া কথা বললেন ভিন্ন সুরে।
সানিয়া জানালেন অবসরের ঘোষণা দিয়ে তার আফসোস হচ্ছে এখন, ‘সত্যি বলতে আমার মনে হচ্ছে, খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে ঘোষণাটা দিয়ে ফেলেছি। আমার এখন আফসোসই হচ্ছে। সবাই এখন এই ব্যাপারটা নিয়েই আমার কাছে জানতে চাইছে।’
অবসরের ভাবনাটা এখন আর মাথাতেই নেই। এখন কেবল জেতার জন্য খেলে যেতে চান সানিয়া, ‘ম্যাচ জিততেই আমি টেনিস খেলছি। যত দিন খেলব, এ ভাবেই জেতার জন্যই খেলব। আপনারা আমাকে অনেক দিন ধরে চেনেন। এমন নয় যে, অবসরের কথা মাথায় নিয়ে আমি খেলছি। আমি টেনিস উপভোগ করি, তাই খেলছি।’
তাহলে কি ২০২২ সাল শেষে অবসর নিচ্ছেন না সানিয়া? বছর শেষেও কি খেলে যাবেন হায়দরাবাদের এ কন্যা? সেটা অবশ্য পরিষ্কার করেননি ক্রিকেটার শোয়েব মালিকপত্নী, ‘বছরের শেষে কী ঘটতে চলেছে, তা নিয়ে ভাবতে চাই না। আমি এখনও জিততে চাই। যেখানে যা টুর্নামেন্ট খেলব, জিততে চাই।’