ফের নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তার ভিসা বাতিল করল দেশটি। করোনা প্রতিরোধী টিকা না নিয়ে অস্ট্রেলিয়ায় সার্বিয়ান তারকার অবস্থান রুখতে এই ব্যবস্থা নিয়েছে ক্যানবেরা।
জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন মিনিস্টার অ্যালেক্স হক। ফলে এ টেনিস সুপারস্টারকে অস্ট্রেলিয়া ছাড়তে হতে পারে।
তবে ৩৪ বছরের এ টেনিস মেগাস্টার ফের কোর্টের দ্বারস্থ হতে পারেন। অস্ট্রেলিয়ায় থেকে যেতে ফের আপিল করতে পারেন।
সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নিজেকে প্রস্তুত করে যাচ্ছেন বিশ্বের নাম্বার ওয়ান এ টেনিস তারকা।
এখন আবার ভিসা বাতিল হওয়ায় নতুন করে অস্ট্রেলিয়ান ভিসা প্রাপ্তিতে তিন বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন জোকোভিচ। সেটা কমানো হতে পারে।