ভারত-পাকিস্তানকে হতাশ করে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির হকির ফাইনালে নাম লিখেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। বুধবার, ২২ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুদল।
প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়া ৬-৫ গোলে হারিয়েছে পাকিস্তানকে। কোরিয়ার হয়ে একাই চার গোল করেন জ্যাং জনঘাইয়ুন। দলের হয়ে বাকি দুই গোল করেন ইয়াং জিহুন ও জিওং জুনয়ু। পাকিস্তানকে জোড়া গোল এনে দেন মুবাশ্বর আলী। তার সঙ্গে গোল করেন উমর ভুট্টো, জুনাইদ মানসুর ও আফরাজ।
দ্বিতীয় সেমি-ফাইনালে জাপান ৫-৩ গোলে হারিয়েছে ভারতকে। জাপানের হয়ে গোল করেন শোতা ইয়ামাদা, রাইকি ফুজিশিমা, ইয়োশিকি কিরিশিতা, কোসেই কাওয়াবে ও রাইওমা ওকা। ভারতকে গোল উপহার দেন দিলপ্রিত সিং, হারমানপ্রিত সিং ও হার্দিক সিং।
হকি প্রেমীদের প্রত্যাশা ছিল, ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। তাদের সেই ইচ্ছে পূরণ না হলেও চিরশত্রু দুই প্রতিবেশীর দেখা হয়ে যাচ্ছে। তবে সেটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।