এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে আজ স্বর্ণপদক জিততে পারেনি বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলকে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। স্বর্ণ না জিতলেও ইতিহাস লিখে ফেলেছেন দুজনে। এশিয়ান আরচারিতে এটাই দেশের সর্বোচ্চ পদক।
কোরিয়ান দুই আরচ্যার রিয়ু আর লি প্রথম সেটের চার তির থেকে তুলে নেন ৩৮। জবাবে দিয়া ও রুবেল করেন ৩২। দ্বিতীয় সেটে ৩৮-৩৩ ব্যবধানে ধরাশায়ী হয় বাংলাদেশ।
শেষ সেটে কোরিয়া তোলে ৩৮। দিয়া-রুবেল স্কোর করে ৩৮। স্কোর সমান হওয়ায় এই সেটের পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। ফলে ৫-১ ব্যবধানে ফাইনালের সঙ্গে স্বর্ণপদকও জিতে নেয় দক্ষিণ কোরিয়া।