ভারতের মাটিতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য চলছে এখন ওয়ানডে সুপার লিগ পদ্ধতি। তিন বছর মেয়াদে এ সুপার লিগে অংশ নিচ্ছে ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নিচ্ছে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ জয়ী দল নেদারল্যান্ডস।
১৩ দল সব মিলিয়ে ৮টি করে সিরিজ খেলবে। যার চারটি হোম সিরিজ, চারটি অ্যাওয়ে সিরিজ। প্রতিটি সিরিজে খেলা হবে তিনটি করে ম্যাচ। শীর্ষ ৭ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর ভারত খেলবে আয়োজক হওয়ার কোটায়। এই আট দলের সঙ্গে বাকি দুই দল আসবে বাছাই পর্ব থেকে।
ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের এই বাছাইপর্বের কাজ শেষ ২০২৩ আসরেই। কিন্তু টুর্নামেন্টের পরের আসরে দল বাড়বে আরও চারটি। মানে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪টি দল। সঙ্গে বাছাই প্রক্রিয়াতেও আসছে পরিবর্তন।
র্যাঙ্কিংয়ের সেরা ১০ দল সরাসরি খেলবে আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। বাছাই পর্ব থেকে মূল পর্বে খেলবে আরও চারটি দল।
প্রধান নির্বাহীদের কমিটির দেওয়া প্রস্তাব মেনে নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে এই পরিবর্তন এনেছে আইসিসি।