আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। এর আগে এই দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।
আইসিসির এই পদে তিন মেয়াদে নয় বছর কাজ করেছেন ভারতের সাবেক কোচ ও অধিনায়ক কুম্বলে।
ভারতের সাবেক সফল অধিনায়ক ও প্রশাসক সৌরভকে ক্রিকেট কমিটিতে পেয়ে দারুণ খুশি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন ও পরে একজন প্রশাসক হিসেবে সৌরভের অভিজ্ঞতা আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথে সহায়তা করবে।’
কুম্বলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রেগ বলেন, ‘সন্দেহজনক বোলিং অ্যাকশন চিহ্নিতকরণে বলিষ্ট একটি প্রক্রিয়া ঠিক করে ও ম্যাচে ডিআরএসের ধারাবাহিক ও নিয়মিত ব্যবহার নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতিসহ নয় বছর ধরে অসাধারণ নেতৃত্ব দেওয়ায় অনিলকেও ধন্যবাদ জানাচ্ছি।’