পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চান না মুশফিকুর রহিম। এমনটা আগেই শোনা গিয়েছিল। বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণার পর সেই উড়ো খবরটি সত্যি হয়ে যায়। টি-টোয়েন্টি দল থেকে ছিটকে যান তারকা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
তবে প্রধান নির্বাচক মিনহাজুল নান্নু বলছেন ভিন্ন কথা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মুশফিককে বিশ্রামে পাঠানো হয়েছে, ‘মুশফিককে নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তামিমের মতো সিনিয়র ক্রিকেটারের ইনজুরি আছে। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আমরা চাই মুশফিক যেন সেরাটা দিতে পারে। এজন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’
গুঞ্জন উঠেছিল মুশফিক নিজেই টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে গুঞ্জনটা উড়িয়ে দিলেন নান্নু, ‘মুশফিকের রেস্ট চাওয়া? না, না এ ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে, সামনের চারটি টেস্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। শুধু পাকিস্তান সিরিজের জন্য ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।’