বাবর আজমকে অধিনায়ক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টর জন্য ২০ সদস্যের দল দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন ওপেনার ইমাম-উল-হক, কামরান গোলাম ও বিলাল আসিফ।
তবে দল থেকে ছিটকে গেছেন হারিস রউফ, ইমরান বাট, শাহনওয়াজ দাহানি ও লেগ স্পিনার ইয়াসির শাহ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর।
পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।