সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই দলে জায়গা পাননি ভারতের কোনো ক্রিকেটার।
সেরা একাদশে রয়েছেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন। দুজন করে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে। রানার-আপ নিউজিল্যান্ড থেকে রয়েছেন মাত্র একজন।
পাকিস্তান থেকে মূল একাদশে আছেন বাবর আজম। তাকে করা হয়েছে দলের অধিনায়ক। দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন শাহীন শাহ আফ্রিদি।
বিশ্বকাপ সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ও আনরিখ নর্টজে (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ক্রিকেটার —শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।