বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। দেশের হয়ে দর্শক মাতাতে এসেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের উত্তসূরি শাহিন শাহ আফ্রিদি-হাসান আলী-হারিস রউফরা। ঘরের মাঠে সিরিজ বলে পাকিস্তানের এই তারকা পেসারদের পারফরম্যান্স খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবেন বাংলাদেশের বোলাররা। সুযোগটা কাজে লাগাতে চান তাসকিন আহমেদ। নিজেদের মাঠে আফ্রিদি-রউফদের কাছ থেকে শিখতে চান বাংলাদেশের এ তারকা পেসার।
আজ সোমবার, ১৫ নভেম্বর বিসিবি’র পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই জানালেন তাসকিন, ‘জাতিগতভাবেই পাকিস্তান থেকে অনেক ফাস্ট বোলার উঠে আসে। নব্বইয়ের দশক থেকে অনেক কিংবদন্তি ফাস্ট বোলার খেলেছেন। এখনও ভালো ফাস্ট বোলার আছে। তুলনামূলকভাবে আমরা তাদের চেয়ে পিছিয়ে। কিন্তু আমাদেরও উন্নতি হচ্ছে। যেহেতু একসঙ্গে সিরিজ খেলব, সুযোগ হলে ওদের সঙ্গে কথা বলব। ওরা এমন কিছু শেয়ার করতে পারে যেটা আমাদের ফাস্ট বোলারদের কাজে লাগতে পারে।’
ভবিষ্যতে বাংলাদেশও পাকিস্তানের মতো ভালো ফাস্ট বোলার পাবে। এমন প্রত্যাশা রেখে তাসকিন বলেন, ‘সব ধরনের ফরম্যাটে সব ধরনের ফাস্ট বোলার ওদের আছে। এশিয়ান কন্ডিশন থেকে এরা অন্য পর্যায়ের ফাস্ট বোলার পাচ্ছে- ব্যাপারটা প্রেরণাদায়ক। এজন্য অবশ্য ওদের কন্ডিশনও ভূমিকা রাখে। আশা করছি ওদের মতো আমাদেরও ভালো ভালো ফাস্ট বোলার আসবে ইনশাআল্লাহ্।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে।