নাহিদা আক্তার-জাহানারা আলম-সালমা খাতুনদের দুরন্ত বোলিংয়ের পর ব্যাটিংটাও হলো দুর্বার। ব্যাট-বলের সেই দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ওয়ানডেতেও বড় জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। মুর্শিদা খাতুন-ফারজানা হকের দুরন্ত ফিফটিতে লাল-সবুজের প্রতিনিধিরা জিম্বাবুয়ের মেয়েদের এবার উড়িয়ে দিয়েছে ৯ উইকেটে। বুলাওয়েতে দাপুটে এ জয়টা এসেছে আজ ১৫৩ বল হাতে রেখে।
এ নিয়ে টানা দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল সালমা-ফাহিমা খাতুনরা। প্রথম ম্যাচে ২৩৬ বল হতে রেখে জিম্বাবুয়েকে ৮ উইকেটে ধসিয়ে দিয়েছিল দেশের মেয়েরা।
কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৬.৪ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ৩৫* রানে অপরাজিত থেকে যান নিয়াশা গোয়ানজা। তার সঙ্গে ৩৩ রান এনে দেন ওপেনার মোডেস্টার মুপাচিকওয়া।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। দুটি করে উইকেট পান জাহানারা আলম ও সালমা খাতুন।
সহজ লক্ষ্যটা তাড়া করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার শারমিন আক্তারকে হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। পরে মুর্শিদা খাতুন ও ফারজানা হকের জোড়া ফিফটিতে ২৪.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১২৫ রান তুলে ফেলে দেশের মেয়েরা।
ফারজানা ৬৮ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৫৩* রানের হার না মানা দাপুটে এক ক্রিকেটীয় ইনিংস। তাকে সঙ্গ দিয়ে মুর্শিদা ৬৫ বলে ৮ বাউন্ডারিতে ৫১* রান করে থেকে যান অপরাজিত। বাংলাদেশের একমাত্র উইকেটটি নেন এসথার এমবোফানা।