দ্রুতমানব ইসমাইল এক বছর নিষিদ্ধ

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 01:45:12

এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। টোকিও অলিম্পিকের জন্য বাংলাদেশের অ্যাথলেটদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় তাকে এই নিষেধাজ্ঞা শাস্তি দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন (বিএএফ)। 

ইসমাইলের এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ২ অক্টোবর থেকে। আগামী এক বছর ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি।

টোকিও অলিম্পিকের অ্যাথলেটিকসের জন্য দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল, মানবী শিরিন আক্তার ও জহির রায়হান (৪০০ মিটার)- এই তিনজন দৌড়বিদকে প্রাথমিকভাবে বাছাই করেছিল বাংলাদেশ।

শেষে ফেডারেশন জহিরকেই টোকিওতে পাঠায়। এই বাছাই প্রক্রিয়াই মেনে নিতে না পেরে ফেডারেশনের সমালোচনা করেন বাদ পড়া দৌড়বিদ ইসমাইল। সেই অপরাধের শাস্তি পেলেন এবার  তিনি।

এ সম্পর্কিত আরও খবর