দলগত রিকার্ভ থেকে রোমান সানাদের বিদায়

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 21:04:57

বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের পুরুষ দলগত রিকার্ভ ইভেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ইভেন্টেটিতে বেলজিয়ামের কাছে ৫-৩ সেট পয়েন্টে ধরাশায়ী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটনে রোমান সানা, রাম কৃষ্ণ সাহা ও মোহাম্মদ হাকিম আহমদে রুবেল প্রথম সেট ৫৫-৫৫ পয়েন্টে ড্র করেন। ত্রয়ী আরচারের দল দ্বিতীয় সেটে ৫৭-৫০ ব্যবধানে ছিনিয়ে নেয় জয়। এগিয়ে যায় ৩-১ সেট পয়েন্টে। সুবাদে ইলিমিনেশন রাউন্ডের বাধা উতরে যাওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল। কিন্তু শেষের দুই সেটে অচেনা হয়ে যান রোমান-রাম কৃষ্ণ-রুবেল। হেরে ছিটকে যান তারা ইভেন্টটি থেকে।

কিন্তু তৃতীয় সেটে খেলায় ফেরে বেলজিয়াম জিতে ৫৮-৫৩ পয়েন্টে। চতুর্থ সেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও লাভ হয়নি। শেষমেশ ৫৪-৫৩ ব্যবধানে জয়ের হাসি হাসে ইউরোপিয়ান প্রতিপক্ষ।

বাংলাদেশের রিকার্ভ পুরুষ এককের খেলা সামনে। ইভেন্টে অংশ নেবেন রোমান, রাম কৃষ্ণ ও রুবেল। বাছাইয়ে ৬৩৬ স্কোর নিয়ে ১০২ প্রতিযোগীর মধ্যে রোমান সানা হয়েছেন ৪৬তম। ৬৪২ স্কোরের পুঁজি নিয়ে রাম কৃষ্ণ ২৭তম ও ৬৩৩ স্কোরে রুবেল রয়েছেন ৫০তম স্থানে।

এ সম্পর্কিত আরও খবর