বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং রাউন্ড শুরু হচ্ছে আজ মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর রাতে। তার আগে বাংলাদেশ পেয়েছে খারাপ খবর। তারকা নারী আরচার দিয়া সিদ্দিকী করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।
যে কারণে আরচারির এ বৈশ্বিক আসরে আর খেলতেই পারবেন না দিয়া সিদ্দিকী। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন।
বাংলাদেশ আরচারি দলের লক্ষ্য এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নতুন মিশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটনে পৌঁছেও গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছেই বাংলাদেশ টিমের সবাই করোনা টেস্টের নমুনা দেন। পরীক্ষায় সবাই উত্তীর্ণ হলেও কেবল দিয়া সিদ্দিকীর রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি যাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে তারা সবাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।