রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে রোববার, ১৯ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা’ টুর্নামেন্টের। তবে নয় দিনের এ আসরের বিভিন্ন রাউন্ডের খেলা হবে পল্টনের হোটেল-৭১ এ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত, ইরান, ইউক্রেন, বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্রের ১২ জন গ্র্যান্ডমাস্টারসহ ৬০ জন দাবাড়ু। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা দিচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়।
১৫ হাজার প্রাইজমানির এই টুর্নামেন্টে জিএম নর্মের আশায় খেলবেন ১৬ জন আন্তর্জাতিক মাস্টার। তার মধ্যে রয়েছেন বাংলাদেশের তিনজন- আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন আহমেদ ও ফাহাদ রহমান।