দীর্ঘ দিনের বিরতি। তা প্রায় তিন বছরের। এবার শুরু হচ্ছে হকির দলবদল। হকির সুপারস্টার রাসেল মাহমুদ জিমি আসন্ন মৌসুমে মোহামেডানের হয়েই খেলবেন।
জাতীয় দলের তারকা স্ট্রাইকার জিমি বলেন, ‘আসন্ন লিগে আমি মোহামেডানেই খেলব। মোহামেডান অনেকটা নিজের ক্লাব বা ঘরের মতোই হয়ে গেছে।’
জিমির সঙ্গে মোহামেডানে যোগ দিতে যাচ্ছেন সারোয়ার, কৌশিক, আশরাফুলের মতো তারকা খেলোয়াড়রা।
আসন্ন হকি লিগে সার্ভিসেস দল থেকে পাঁচ জন খেলোয়াড়কে দলে টানতে পারবে ক্লাবগুলো।