ম্যারাথনে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখলেন কিপচোগে

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:00:47

টোকিও অলিম্পিকে ম্যারাথনে স্বর্ণপদক জিতেছেন এলিউড কিপচোগে। রিও অলিম্পিকের পর এবার টোকিও আসরেও চ্যাম্পিয়ন হয়েছেন কেনিয়ার এ দূরপাল্লার দৌড়বিদ।

২ ঘণ্টা ৮.৩৮ মিনিট সময় নিয়ে ম্যারাথনে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখলেন কিপচোগে। 

নেদারল্যান্ডসের আবডি নাগি ২ ঘণ্টা ৯.৫৮ মিনিট সময় নিয়ে জেতেন রৌপ্যপদক। আর বেলজিয়ামের বাশির আব্দি ২ ঘণ্টা ১০ মিনিটে পান ব্রোঞ্জ।

এ সম্পর্কিত আরও খবর