মেয়েদের ম্যারাথনে চ্যাম্পিয়ন জেপচিরচির

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 09:20:23

মেয়েদের ম্যারাথনে স্বর্ণপদক জিতেছেন কেনিয়ার পেরেস জেপচিরচির। সেরা হওয়ার পথে তার টাইমিং ছিল ২ ঘন্টা ২৭ মিনিট ২০ সেকেন্ড।

ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে জেপচিরচির পিছনে ফেলেন নিজের দেশের দৌড়বিদ ব্রিজিত কসগেইকে। রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকেন কসগেই। 

আর তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের মলি সিডেল। 

এ সম্পর্কিত আরও খবর