টোকিও অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন কানাডার আন্দ্রে দি গ্রাস। দাপুটে এক দৌড়ে কানাডিয়ান এ স্প্রিন্টার ছিনিয়ে নিয়েছেন স্বর্ণপদক।
টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে ১৯.৬২ সেকেন্ড টাইমিং নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গ্রাস।অলিম্পিকে এই প্রথম স্বর্ণপদক পেলেন দ্রি গ্রাস।
আর ১৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক। ১৯.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন মার্কিন দৌড়বিদ নোয়াহ লিলেস।
১০০ মিটারে ৯.৮৯ সেকেন্ডে পেয়েছিলেন ব্রোঞ্জ। ২৬ বছর বয়সী এ অ্যাথলেট ২০১৬ সালের রিও অলিম্পিকে উসাইন বোল্টের সঙ্গে লড়ে পেয়েছিলেন রৌপ্য। ওই আসরে এসে ছিল দুটি ব্রোঞ্জও।